২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০১

চট্টগ্রাম টেস্টে অবশেষে ডাক পেলেন স্পিনার আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে ডাক পেলেন স্পিনার আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে এই ম্যাচটি শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

আব্দুর রাজ্জাক জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন ২৩টি উইকেট শিকার করেছেন। সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন আব্দুর রাজ্জাক। চার দিনের ক্রিকেটে বর্তমান তার উইকেট সংখ্যা ৫১০টি।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে ইতোমধ্যে দুই স্পিনার সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে স্কোয়াডে রাখা হয়েছে। তারপর দলে ডাকা হলো ৩৫ বছর বয়সী আব্দুর রাজ্জাককে।

বয়স হলেও আব্দুর রাজ্জাক যে ফুরিয়ে যাননি তা তিনি ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেছেন। তার প্রতি নির্বাচকদের নজর ছিল। ভালো করার পুরস্কার হিসাবে অবশেষে দল পেলেন বাঁ-হাতি এই স্পিনার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ