নিজস্ব প্রতিবেদক:
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএল এর বার্ষিক সম্মেলন ২০১৮। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের অভিজাত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট এর সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সারাদেশের দুই শতাধিক অধিক ডিলার ও কেপিএল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরের মোহাম্মদ আসাদকে ২০১৭ সালের সেরা ডিলারের পুরস্কার হিসেবে একটি গাড়ির চাবি তুলে দেন কেপিএল-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক। সম্মেলনে টার্গেট নেয়া হয় ২০১৮ সালের মধ্যে সারাদেশে ৪০০ ডিলার প্রতিষ্ঠিত করা। আর এই টার্গেট বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনার পাশাপাশি ২০১৮ সালের মধ্যে কেপিএল-এর পানির ট্যাঙ্ক, পিভিসি পাইপ, গ্যাস স্টোভ এবং রাইসকুকার উৎপাদন ও বাজারজাতকরণ এর ঘোষণা দেয়া হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ