২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০০

কয়েক হাজার টন মেডিকেল সরঞ্জাম নিয়ে মালয়েশিয়া ছেড়েছে বিমান

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কয়েক হাজার টন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থানীয় সময় আজ শনিবার সকাল ৯টায় এই সহায়তা নিয়ে সুবাং বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করেছে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্সের (আরএমএএফ) এ৪০০এম ফ্লাইট। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়, এটা এ ধরনের তৃতীয় সহায়তা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে চট্টগ্রামে। সেখান থেকে পরে তা পাঠানোর কথা কক্সবাজারে।

এতে আরো বলা হয়, ফ্লাইটটি পরিচাললা করছেন আরএমএএফ ২২ স্কোয়াড্রন লেফটেন্যান্ট কর্নেল বাহরিন মোহামাদ। এতে রয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত মিশেলে ইয়োহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রাজা মোহাম্মদ আফান্দি রাজা মোহামেদ নূর। তিনি কক্সবাজারে মালয়েশিয়ার মেডিকেল মিশন পরিদর্শন করবেন। ফ্লাইটটিকে বিদায় জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেন, মালয়েশিয়ায় বাংলাদেশী হাই কমিশনার মো. শহিদুল ইসলাম ও তিন বাহিনীর প্রধানগণ। ফ্লাইটের সঙ্গে আসা প্রতিনিধিরা মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রত্যক্ষ করবেন। উল্লেখ্য, গত বছর ৩১ শে নভেম্বর রোহিঙ্গাদের চিকিৎসা দেয়ার জন্য মাঠ পর্যায়ে হাসপাতাল পরিচালনা শুরু করে মালয়েশিয়া। এ খাতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন ব্যক্তি দায়িত্ব পালন করছেন। সেখানে শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে। ২১ শে জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৬৮ জন রোগি। এর মধ্যে শুধু রোহিঙ্গারাই নন, আছেন কাছাকাছি বসবাসকারী বাংলাদেশের গরিব অধিবাসীরাও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১:০৮ অপরাহ্ণ