২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে এমপির শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকেই কটূক্তির অভিযোগে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।   সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্নয় কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও জাজিরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

কর্মসূচিতে আসা ব্যক্তিরা জানান, গত ১৬ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় বি এম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে গালি ব্যবহার করেন। এই ঘটনার ভিডিওচিত্র এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু মোজাম্মেল ক্ষমা চাননি।

আর ফেসবুকে ভিডিও চিত্রটি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে মোজাম্মেলের শাস্তি দাবিতে সক্রিয় হয়েছে বেশ কিছু সংগঠন। সংগঠনে আসা নেতা-কর্মীদের অভিযোগের বিষয়ে বার বার যোগাযোগ করেও বি এম মোজাম্মেলের কোন বক্তব্য পাওয়া যায়নি। মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও কেন মুক্তিযোদ্ধাদের অপমানে অপদস্ত করা হচ্ছে, আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, সরকার প্রধানের কাছে আমরা জবাব চাই।’

‘একজন সংসদ সদস্য হিসেবে বিএম মোজ্জাম্মেল হক মুক্তিযোদ্ধাকে যে সকল ভাষায় গালি দিয়েছেন এটা কোনোভাবে কাম্য নয়। মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্ত করে তিনি রাষ্টের আইন প্রনেতা হিসেবে থাকতে পারে না। অতি শিগ্র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি আসবে।’

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ  বলেন, ‘আমরা বি এম মোজাম্মেল হবেকর অপসারণ চাই। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে মুক্তিযোদ্ধাদের জন্য সুরক্ষা আইন করতে হবে।’

মানববন্ধনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্নয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদ জানাতে আমরা আজ মানববন্ধন করছি। আজকে সব জায়গায় এরকম, ভাবে বসে আছে মুক্তিযোদ্ধের বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হবে।’

মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক কায়সার নাসিম, বাংলাদেশ প্রজন্ম সংসদের সভাপতি এ এন এম ওয়ালীউর রহমান মোল্লা, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা আক্তার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ২:৫৯ অপরাহ্ণ