১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

অপরাধী হলে তাদের অবশ্যই শাস্তি হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা-কর্মচারী অপরাধী হলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘নিশ্চয় কিছু না কিছু ঘটেছে। অপরাধের সঙ্গে জড়িত না থাকলে তাদের দু’জনকে আইনশৃঙ্খলা বাহিনী কেন গ্রেফতার করতে যাবেন?’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মন্ত্রী, কর্মকর্তা-কর্মচারী যেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় শাস্তি পেতে হবে। আমরা বরাবরই দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। তারপরও দু’একটি জায়গায় দুর্নীতি হচ্ছে।’ তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ওই দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা কোনো অপরাধীর পক্ষ নিতে চাই না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, গতকাল রোববার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী নাসির উদ্দিনসহ তিনজনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। গ্রেফতার অন্যজন হলেন- রাজধানীর লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিন।

ডিবি জানায়, রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেবকে গ্রেফতার করা হয়। অবশ্য এর আগেই এসব ব্যক্তিদের পরিবার অভিযোগ করে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় জিডিও করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ