২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:০৮

নৈশ্যপ্রহরীকে বেঁধে ব্যাংক ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার দুই নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে ব্যাংক ডাকাতির চেষ্টা করা হয়েছে।  স্থানীয়রা জানান, রোববার রাত আড়াইটার দিকে ০/১২ জনের সশস্ত্র ডাকাত ম্যানেজারের রুমের  জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের নৈশ্যপ্রহরী মিজানুর রহমান ও আবুল বাসারকে ঘুমন্ত অবস্থায় মুখ টেপ দিয়ে আটকিয়ে বেঁধে ফেলে। 

ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম বলেন, এ সময় ডাকাতরা ব্যাংকের ভল্ড ভেঙে টাকা লুটের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক মনিটরিং ডিভিশন থেকে জেনে ব্যবস্থা নেওয়ায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, ভল্টে হাত দেয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এলার্ম বাজতে থাকায় অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে যায়। এরপর তাদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৩:৪০ অপরাহ্ণ