২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১১

ইনজামামকে ছাড়িয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ তামিমের

স্পোর্টস ডেস্ক:

১২৬ রান দরকার ছিল। তাহলেই সনাথ জয়াসুরিয়াকে ছাড়িয়ে এক ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে যেত তামিম ইকবালের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি খেলতে নামার সময় সামনে আসলে ছিলেন দুজন। অন্যজন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম উল হক। ৭৬ রান করতে পারলেই ইনজিকে ছাড়িয়ে ঠিক জয়াসুরিয়ার পেছনে গিয়ে দাঁড়ানোর সুযোগটা ছিল। সেটা তামিম করেছেন। কিন্তু তামিম ইকবাল ৮৪ রান করে ফিরে গেলেন। একটুর জন্য বাংলাদেশের ড্যাশিং ওপেনার মিস করলেন দশম সেঞ্চুরিটা।

বুধবারের দিবারাত্রির ম্যাচের এই প্রতিবেদন লেখার সময় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেটে ১৭১ রান। তামিম ১০২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে আউট হয়েছেন ধনঞ্জয়ার বলে। সাকিব আল হাসান ৪০ ও মুশফিকুর রহীম ১ রানে ব্যাট করছেন। বড় সংগ্রহে দেখছে স্বাগতিকরা। এর আগে এনামুল হক বিজয় ৩৫ রান করে আউট হয়েছেন।

বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা মারকুটে ওপেনার লঙ্কান জয়াসুরিয়া ১৯৯২ থেকে ২০০৯ পর্যন্ত এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের দখলে নিয়ে বসে আছেন। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজি ১৯৯৩ থেকে ২০০২ পর্যন্ত একটি মাঠে খেলে রেকর্ডটার এক নম্বর জায়গায় গিয়েছিলেন। পরে জয়াসুরিয়া তাকে টপকে গেছেন শীর্ষে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে ২৫১৪ রান করেছিলেন জয়াসুরিয়া। ৪টি সেঞ্চুরি ও ১৯টি ফিফটি ওই মাঠে। ইনজি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫০.২৮ গড়ে ২৪৬৪ রান করেছিলেন। ওখানে তার সেঞ্চুরি ৪টি। আর ফিফটি ১৭টি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ