১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

বেনাপোলে সাড়ে ৩ লাখ ভারতীয় রুপি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে মোজার ভেতর করে বিশেষ কায়দায় নিয়ে আসা ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপিসহ সফিকুল ইসলাম নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার সকালে তাকে চেকপোস্ট কাস্টমস বাউন্ডারির মধ্যে থেকে আটক করা হয়। আটক সফিকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আবছার হাওলাদারের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, ওই যাত্রী কাস্টমসের স্ক্যানিং শেষে বের হওয়ার সময় সন্দেহের ভিত্তিতে ডেকে এনে তার ব্যাগ তল্লাশি করা হয়। তখন তার পায়ের মোজা থেকে বিশেষ কায়দায় লুকানো থাকা ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৬৩ হাজার।

উদ্ধার হওয়া টাকা বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক গুদামে জমা করা হবে এবং আটক পাসপোর্টযাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ