আন্তর্জাতিক ডেস্ক:
পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫ হাজার কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামান ইন্ডিয়া এক্সপ্রেসকে জানান, উড়িষ্যা রাজ্যের অন্তর্গত বংগোপসাগরের এক দ্বীপ থেকে অগ্নি-৫ নামক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
তিনি জানান, আজ (বৃহস্পতিবার) আমরা পারমাণবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফল পরীক্ষা চালাতে সক্ষম হলাম।
ক্ষেপণাস্ত্রটি দৈর্ঘ্যে ১৭ মিটার এবং প্রশস্তে দুই মিটার। এটির সম্মুখভাবে প্রায় দেড় টন পরমানু সমৃদ্ধ। ভারতের ক্ষেপণাস্ত্র নির্মান ও প্রস্তুতির সবচেয়ে আধুনিক পর্যায় হচ্ছে অগ্নি। এর আগে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ এবং অগ্নি-৪ এর সফল পরীক্ষা চালায়।
২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে গতকালের পরীক্ষাটা দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়নের সবচেয়ে বড় ধরণের সফলতা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আনাদলু
দৈনিক দেশজনতা/এন এইচ