১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমনকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শাহজালালে মালয়েশিয়া যাবার প্রাক্কালে দুই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় বৈদেশিক মুদ্রাগুলো আটক করা হয়।

পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম. আরিফুল ইসলাম, পাসপোর্ট নং-বিএম-০০০৭৪৫৯। তার বাসা রাজধানীর মিরপুরে। আরেক যাত্রীর নাম মো. শামীম ঢালী, পাসপোর্ট নং-বিএম-০১২৯১৭১। তার বাসা রাজধানীর মোহাম্মদপুরে। তারা দু’জনই কুয়ালালামপুর যাচ্ছিলেন।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, দুই যাত্রী এ বছর জানুয়ারিতে ১ বার ঢাকা-মালয়েশিয়া যাতায়াত করেছেন। ২০১৭ সালে আরিফুল ইসলাম ৭ বার এবং শামীম ১০ বার বিদেশে যান। জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে লাগেজ ব্যবসায়ী হিসাবে পরিচয় দেন। তারা একে অপরের সহযোগী বলেও স্বীকার করেন। শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীদেরকে নজরদারিতে রাখে।

প্রাথমিকভাবে তারা মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে সুনির্দিষ্ট গোপন সংবাদ এবং তাদের কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাদেরকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে আরিফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার মূল্যমানের সৌদি রিয়াল ও ৪২১ মালয়েশিয়ান রিঙ্গিত এবং আরেকজনের কাছ থেকে ৬৮ হাজার ৫শ’ মূল্যমানের সৌদি রিয়াল ও ১৩৫ মূল্যমানের মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং অনেক নাটকীয়তার পর রাত ১টায় তাদের কাছ থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার দাম প্রায় ২৭ লাখ ৮৭ হাজার ৬৩৯ টাকা। এসব মুদ্রা তাদের শরীরের ভেতর (কোমড়ে) বিশেষভাবে লুকায়িত ছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ২:৩৭ অপরাহ্ণ