২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

ডিএসই-সিএসইতে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৮ কোটি ৮১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫৩ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:১২ অপরাহ্ণ