১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের ধীরগতি, দুর্ভোগে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে ইন্টানেট সংযোগ বিড়ম্বনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা মানসম্মত ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা। বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার কথা চিন্তা করে প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট ব্যবহার সহজ করার কথা বললেও বাস্তবে তার কোনো লক্ষণ নেই। ফলে ইন্টারনেট সুবিধা থেকে পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়াইফাই সংযোগ চালু করলেও তা সব জায়গায় উন্মুক্ত করা হয়নি। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট করে শুধু বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেই ওয়াইফাই সংযোগ দেওয়া হয়। তাও আবার নির্দিষ্ট সময়ের জন্য দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতেও রয়েছে অনেক সীমাবদ্ধতা কেউ কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে না এবং ইউটিউবেও ঢুকতে পারবে না।

তাছাড়া মাঝে মাঝে ঠিকমত নেট না পাওয়ার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আবার হলগুলোতেও নেই কোনো ইন্টারনেট সংযোগ। তাই অনেকে বাইরে থেকে ইন্টারনেট সংযোগ নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমনিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওয়াই-ফাই নাই, টিএসসিতে নামমাত্র ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়েছে। এ সংযোগে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন না। ওয়াই-ফাই সংযোগ এই আছে তো এই নাই।’

আরেক শিক্ষার্থী মো. রাজু ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইন্টানেট সুবিধা না থাকায় অনেকে বাধ্য হয়ে এখন মডেম ব্যবহার করছে। অনেকে তাদের প্রয়োজনীয় কাজ সারতে বাইরে থেকে ওয়াই-ফাই সংযোগ নিচ্ছে। এতে তাদের প্রতি মাসে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ইন্টারনেট সুবিধা বৃদ্ধি এবং হলগুলোতে ইন্টারনেট সংযোগ দিত। তাহলে শিক্ষার্থীদের জন্য খুব ভালো হত।’

এ ব্যাপারে আইটি সেলের পরিচালক সহকারী প্রফেসর মো. আহসান হাবীব বলেন, আমাদের ব্রডব্যান্ড’র নেটের পরিমাণ কম থাকায় ভিডিও ডাউনলোট ও ইউটিউব ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ শিক্ষার্থীদের এ সুবিধা দিলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম ধীরগতি হয়ে পড়বে। তিনি বলেন, শিক্ষার্থীদের ইন্টানেট সুবিধা দিতে হলে আমাদের ব্রডব্যান্ডের নেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা কিছুদিনের মধ্যে এ ব্যাপারে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করবো। তিনি ব্রডব্যান্ড নেটের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে সম্মতি দিলে শিক্ষার্থীদের মাঝে সুবিধাগুলো দেওয়া সম্ভব হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:১২ অপরাহ্ণ