২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

স্যামসাংয়ের স্মার্টওয়াচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

নতুন একটি স্মার্টওয়াচ আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ওয়াচটির মডেল গিয়ার এস ফোর। এটির বিশেষত্ব হচ্ছে এই ঘড়ির ফিতায় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। স্যামসাং চাইছে তাদের ওয়্যারেবল ডিভাইসগুলো অত্যাধুনিক ফিচারে বাজারে আনতে। এরই ধারাবাহিকতায় বাজারে আসছে গিয়ার এস ফোর।

সম্প্রতি স্যামসাং গিয়ার এস ফোর তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে। নতুন এই ওয়্যারেবল ডিভাইসটির ব্যাটারি লাইফ অনেকটাই উন্নত। এর ফিতায়ই থাকবে ব্যাটারি। চাইলে একাধিক ফিতা ব্যবহারের সুযোগ রয়েছে। গিয়ার ফোর এস এর প্যাটেন্ট অনুযায়ী ঘড়ির দুই ফিতায় থাকবে দুই ব্যাটারি। ফলে ঘড়িটিতে অধিক সময় ব্যাকআপ পাওয়া যাবে।

ওয়াচটিতে তিন ধরনের ফিতা ব্যবহার করা যাবে। এগুলো হলো লেদার, পলিমার এবং রাবার কিংবা ফাইবার। ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়াও এতে ক্যামেরা, লাইটিং সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর থাকছে। নতুন এই ওয়াচে রোটেটিং বেজেল ব্যবহার করা হয়েছে। শিগগিরই স্মার্টওয়াচটি বাজারে আনবে স্যামসাং।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ