২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫২

যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমির হামজা (২৬) নামে ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সকালে দয়াগঞ্জের ছিনতাইয়ের সময় কোলের শিশু আরাফাত ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে আমির হামজার। যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন আমিরকে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থপেডিক্স (পঙ্গু) হাসপাতালে ভর্তি করান।
তিনি বলেন, আমিরের পায়ে ও হাঁটুতে গুলি লেগেছে। এর আগে এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান ছিনতাইকারী রাজিবকে রোববার গ্রেফতার করা হয়। রাজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গেল ১৮ ডিসেম্বর সোমবার ভোরে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ সড়কে ছিনতাইকারীদের খপ্পড়ে মায়ের কোল থেকে পড়ে মারা যায় পাঁচ মাসের শিশু আরাফাত। ছিনতাইকারীরা সড়কে মহিলা রিক্সাযাত্রীকে একা পেয়ে ভ্যানিটি ব্যাগ টান দেয়। হেঁচকা টানে ব্যাগের সাথে কোল ছাড়া হয় শিশু আরাফাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ