২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৩

হুমায়ূন আহমেদের অপ্রকাশিত ঘটনা নিয়ে বই

শিল্প ও সাহিত্য ডেস্ব:

আসছে অমর একুশে বই মেলায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই প্রকাশিত হতে যাচ্ছে। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার নিয়ে বইটি লিখেছেন কবি শোয়েব সর্বনাম।

বইটি হুমায়ূন আহমেদের জীবনের নানান অপ্রকাশিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে বলে জানা গেছে।

বইটির বিষয়ে মেহের আফরোজ শাওন জানান, লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনি নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে লেখক শোয়েব সর্বনাম ঢাকাটাইমসকে বলেন, বইটিতে হুমায়ূন আহমেদের জীবনের অনেক অপ্রকাশিত গল্প তুলে আনা হয়েছে, যা কৌতুহলি পাঠকদের অনেক প্রশ্নের উত্তর দেবে।

পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র হুমায়ূনের ‘জীবনী নির্ভর’ বিতর্ক অনেকটাই অমীমাংসিত। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’ দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবি জানিয়েছিলেন। পরে কিছুটা সেন্সরের কাচিতে কাটা পড়ে মুক্তি পায় ডুব। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো।

২০১৮ সালের বইমেলায় বইটি পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ