১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য আজ সুপ্রসন্ন

মেষ রাশি:  (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ দম্পতিদের মধ্যে কিছু ভুলবুঝাবুঝি হলেও তা কেটে যাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কোনো মতানৈক্য দেখা দিতে পারে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। জাতিকাদের বিবাহের কথাবার্তায় অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা প্রবল। অন্যের কথা বিশ্বাস করার আগে নিজে যাচাই করে নিন।

বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে) আজ আপনার বাড়িতে সবচেয়ে অপছন্দের কোনো আত্মীয় আসতে পারে। আর্থিক প্রাপ্তিতে বিলম্ব হবে। আজ আপনার খাবারের রুচি নষ্ট হতে পারে। দিনের শেষভাগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

মিথুন রাশি :  (২২ মে – ২১ জুন) দিনটি শুভ সম্ভাবনাময় হলেও ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনা টাকা আদায় করতে বেগ পেতে হবে। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আপনার আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। আজ চলাফেরায় সতর্ক হতে হবে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।

কর্কট  রাশি : (২২ জুন – ২২ জুলাই) আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। তবে বস্ত্র বিক্রেতাদের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি থাকার সম্ভাবনা। ছোট ভাইবোনের সাহায্যে দূরদেশে যেতে পারেন। গণমাধ্যম কর্মীদের জন্য দিনটি ভালো। প্রকাশক ও মূদ্রণ ব্যবসায়ীদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।

সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট) আজ আপনি কোনো দাতব্য বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। সাংগঠনিক কাজের জন্য দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব প্রতিপত্তির কারণে আপনার কিছু গোপন শত্রু সৃষ্টি হতে পারে। সাবধানে চলাফেরা করুন।

কন্যা রাশি :(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) আজ আপনার দিনটি কিছুটা ভুল বুঝাবুঝি দিয়ে শুরু হতে পারে। পরিবারের সদস্যদের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না। কাউকে দেয়া কথা আজ রাখতে পারবেন না। তাই কথা দেয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন।

তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হতে পারে। আত্মীয়র সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা চলার সুযোগ রয়েছে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। আজ কেনাকাটা শুভ। তবে পণ্য যাচাই করে তারপর মুল্যা পরিশোধ করুন।

বৃশ্চিক  রাশি :(২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আজ পারিবারিক কারণে আপনার ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। বিদেশ থেকে কোনো আত্মীয়ের আগমন হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ আশানুরুপ লাভ নাও হতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। পরিকল্পনা থাকলে তা বাতিল করে দিন। কাজের লোকের কারণে কিছুটা বিব্রত হতে পারেন।

ধনু  রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আজ আপনার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হবার যোগ রয়েছে। বিদেশ যাত্রা বা বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রহস্যজনক বাধা বিপত্তি দেখা দেবে। আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ কর্মে লাভবান হবেন। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় হতে পারে। কোন কাজে বের হলে আর উপযুক্ত কাগজপত্র সাথে নিয়ে বের হবেন।

মকর  রাশি :(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) বাড়িতে ভাই এর সাথে মনমালিণ্য হতে চলেছে। আর্থিক বিষয়ে অসতর্কতার কারণে অর্থহানির আশঙ্কা প্রবল। কোনো সামাজিক অনুষ্ঠানে প্রিয় বন্ধুর সাথে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। আজ ব্যবসায়ীদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবার আশঙ্কা রয়েছে। ব্যয়ের ক্ষেত্রে হিসেবি হোন।

কুম্ভ  রাশি :(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) আজ আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। আজ কোনো কারণে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকতে পারে। চক্ষুপীড়ায় কষ্ট পেতে পারেন। বিদেশ থেকে কোনো মিশ্র সংবাদ পাবেন। আজ জীবন-সাথীর শরীর স্বাস্থ্যও ভালো যাবে না। মানসিক অস্থিরতা ভয় ও অবসাদে ভুগতে পারেন। আজ আপনার পরিবারকে সময় দিন।

মীন  রাশি :(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ আপনার দিনটি বেশি সুবিধার নয়। কোনো গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোকের দ্বারা দ্রব্যহানির আশঙ্কা প্রবল। গুপ্তধন বা পরধন প্রাপ্তিতে বাধা বিপত্তি দেখা দেবে। আজ রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। সকল প্রকার লেনদেনের দলিল বা প্রমাণ রাখুন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ