২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫০

বুদ্ধিজীবী দিবসের নাটকে দিলারা জামান

বিনোদন ডেস্ক:

একাত্তরের একটি চিঠি ফেরত আসে প্রেরকের ঠিকানায়। বহু বছর ধরে চিঠিটি সংরক্ষিত থাকে বইয়ের ভেতর। একদিন পুরনো বইয়ের ভিতর থেকে সেই চিঠি আবিষ্কার করেন সুচিত্রা। জানতে পারেন এটি তার দাদাকে লেখা দাদির চিঠি।

.এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বুদ্ধিজীবী দিবসের নাটক ‘অভিমান’। রচনা করেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

অভিনয় করেছেন দিলারা জামান, সাফা কবির, সাহিদুল্লাহ সবুজ, শেখ মাহবুব, জান্নাতি’সহ অনেকে।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “আমি অনেক মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নির্মাণ করেছি। ‘অভিমান’ এর মধ্যে অন্যতম। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। এই নাটকটি দর্শকের হৃদয় স্পর্শ করবে।”

‘অভিমান’ বুদ্ধিজীবী দিবসে চ্যানেল আই-এ প্রচার হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ