২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৭

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোররাত থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রাকচালক হাসানুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই সেতুর পূর্বপাড়ে ঘন কুয়াশার কারণে মহাসড়কের পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় চার ঘণ্টা ধরে সেতু পূর্বপাড়েই বসে আছি।

হাসান  নামের আরেক চালক জানান, কুয়াশার কারণে গাড়ি চালানো যাচ্ছে না। এছাড়া বঙ্গবন্ধু সেতুর উপর কয়েকটি দুর্ঘটনার কারণে আরো ভোগান্তিতে পড়তে হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বুধবার ভোররাত থেকেই ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এছাড়া ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রেখেছে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কুয়াশা শেষ হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ