২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ৩০ নভেম্বর । রিটার্ন দাখিলে করদাতাদের সুবিধার্থে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বার রাত ৮টা পর্যন্ত কর অঞ্চল এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর সকল শাখা খোল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, এনবিআরের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন। ৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিল করলে আয়কর অধ্যাদেশ অনুযায়ী নির্ধারিত হারে জরিমানা গুনতে হবে।

করদাতারা যাতে শেষ সময় পর্যন্ত রিটার্ন দাখিল ও ব্যাংক চালান সংগ্রহ করতে পারেন এজন্য সংশ্লিষ্ট সকল ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এনবিআর গত ১২ নভেম্বর থেকে সকল কর অঞ্চলে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা করছে। এছাড়া গত ২৪ থেকে ৩০ নভেম্বর কর অঞ্চলগুলোতে চলছে কর সপ্তাহ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ণ