২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৪

কাবুলে টিভি স্টেশনে হামলার পেছনে আইএস

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের সদরদপ্তরে হামলার পেছনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস জড়িত বলে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা ‘আমাক’ তাদের ওয়েবসাইটে এমন দাবি করে। আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আইরিশ টাইমস এক প্রতিবেদনে জানায়, ‘আমাক’এর ওয়েবসাইটে এমন দাবি করা হলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি।

এদিকে, হামলার পর ভবনের ভেতরে এখনও আটকা পড়ে আছেন টেলিভিশনের কর্মীরা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দি সিডনি টাইমস জানায়, এখন পর্যন্ত হামলার ঘটনায় ১ নারীসহ ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আরও অন্তত ২২ জন আহত হয়েছেন বলে কাবুল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, ভবনটিতে হামলার সময় ১ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে টিভি স্টেশনটি থেকে পালিয়ে বের হয়ে আসা এক প্রতিবেদক দাবি করেছেন, ভবনের ভেতরে ২ থেকে ৩ জন হামলাকারী অবস্থান করছে। টিভি স্টেশনটির টুইটার একাউন্টে বলা হয়েছে, ভেতরে অনেকে হতাহত হয়েছেন। ভবনের ভেতরে আটকে থাকা একাধিক ব্যক্তি হামলাকারীদের চোখ ফাঁকি দিয়ে টেলিফোনে জানিয়েছেন, ভেতরে কমপক্ষে ৫ জনের মরদেহ পড়ে রয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, ভেতরে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন বলে তাদের আশঙ্কা। কিন্তু সঠিক হিসেব এখন পর্যন্ত অজানা।

মঙ্গলবার সকালে আফগানিস্তানের স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল শামসাদ টিভিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। ভবনে প্রবেশের সময় বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক তৈরি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পশতু  ভাষার আঞ্চলিক চ্যানেলটির সদরদপ্তরে হামলার সময় শতাধিক ব্যক্তি অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। প্রথমে তালেবান জঙ্গি গোষ্ঠীকে দায়ি করা হলেও সংগঠনটি জানায়, এর পেছনে তারা জড়িত নয়। ভবনটিতে হামলার পরপরই স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। আফগান নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা ভবনটির ভেতরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ