১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

শ্রমিকদের মজুরী সর্বনিম্ন ১৬ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

জীবন ধারনের সঙ্গে মিল রেখে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা সকল শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং ব্যবস্তা চালু করার দাবি জানিয়েছে সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ)। রাজধানীর সেগুনবাগিচায়য় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনের রোববার দুপুরে সংগঠনটির পক্ষ সরকারের প্রতি এসব দাবি জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি মোসাদেক হোসেন স্বপন তার লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে দেশের শ্রমিকরা যে মজুরী পায় তা দিয়ে জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। যেখানে বঞ্চিত শ্রমিকদের পরিশ্রমের ফসল হিসেবে মালিকপক্ষ কোটি কোটি টাকায় আয় করছে, সেখানে শ্রমিকরা এর কোনো সু-ফল পাচ্ছে না। তাই শ্রমিকদের সুস্থ্য জীবনযাপনের জন্য আমরা জাতীয় নিম্নতম মজুরী ১৬ হাজার টাকা করার দাবি জানাই। তিনি এ সময় শ্রমিকদের অধিকার রক্ষায় তারা বেশ কয়েকটি দাবি উথাপন করেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রমিক অধিকার সংক্রান্ত সকল কনভেনশন বাস্তবায়ন করতে হবে, ইপিজেড-এ অবস্থিত সকল শিল্প প্রতিষ্ঠানে অপরাপর শ্রমকিদের অনুরুপ বৈষম্যমুক্ত ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে ও শ্রমিকদের অর্থ দাবি সংক্রান্ত মামলা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার আইন ও বিধি প্রনয়ন করতে হবে, একই সাথে ট্রেড ইউনিয়নে যোগদানকারী শ্রমিকদের উপর মালিক পক্ষের বিভিন্ন রুপে নির্যাতন, হয়রানী, নিপীড়ন ও তাদের চাকরি থেকে বহিষ্কার-অপসারণ বন্ধ করতে হবে। ৫ সদস্য বিশিষ্ট পরিবারের জন্য রেশন ব্যবস্থা করতে হবে।

এছাড়া বর্তমানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জটিলতা দূর করে এই পদ্ধতি সহজ করতে হবে। চট, বস্ত্রকল, সুতা সহ যে সকল কারখানা বন্ধ করা হয়েছে সেগুলো চালু করতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাত যেমন নির্মান, কৃষি, গৃহ কর্মী, ম ৎস, তাতী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএসএসএফ এর সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক সামশুল আলম প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৪:২৮ অপরাহ্ণ