২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

১৪৪ রানের লক্ষ্যে কুমিল্লার ভালো শুরু

স্পোর্টস ডেস্ক:

লক্ষ্য ১৪৪ রানের। টি-টুয়েন্টিতে খুব চ্যালেঞ্জিং স্কোর বলার উপায় নেই। মঙ্গলবার বিপিএলে চিটাগং ভাইকিংসকে মাত্র ১৪৩ রানে বেঁধে রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাব দিতে নেমে ভালো শুরুই পেয়েছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.২ ওভার শেষে দলটির স্কোর ১ উইকেটে ৬৩। কুমিল্লার হয়ে এদিন ওপেন করতে আসেন লিটন কুমার দাস ও জস বাটলার। ইমরুল কায়েস নেমে গেছেন তিন নম্বরে। লিটন-বাটলারে ঝড়ো শুরু কুমিল্লার। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন এই দুজন। লিটনকে ২৩ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন শুভাশিষ রায়। লিটন ১৪ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১টি ছক্কা ও ৩টি চার। ইমরুল কায়েসকে নিয়ে বাটলার এখন লড়ছেন।

টস হেরে আগে ব্যাট করতে দারুণ শুরু করেছিল চিটাগং ভাইকিংস। ৫ ওভারে ৫৪ রান তোলার পর ১০ ওভারে সংগ্রহ করে ১ উইকেটে ১০১। কিন্তু এরপরও ৭ উইকেটে ১৪৩ রানে থামতে হয় তাদের। আসল কৃতিত্বটা হালের তরুণ সেনসেশন সাইফ উদ্দিনের। শুরুতে ঝড় তুলে লুক রনকি ৪০ রানে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ নবীর বলে। ৩৩ বলে ৩৮ রান তুলে ফেলা সৌম্য সরকারকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান সাইফ উদ্দিন। সেই একই ওভারে ফেরান এনামুল হক বিজয়কেও। তাতে করে শুরুতে ভয়ঙ্কর হয়ে উঠেও বড় স্কোর গড়া হয় না চিটাগংয়ের।

কুমিল্লার পক্ষে সাইফ উদ্দিন সর্বোচ্চ ৩ উইকেটে নেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেটে নিয়েছেন আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী।

সংক্ষিপ্ত স্কোর :

চিটাগং ভাইকিংস : ২০ ওভারে ১৪৩/৭ (লুক রনকি ৪০, সৌম্য সরকার ৩৮, দিলশান মুনাবিরা ২১, এনামুল হক বিজয় ৩, মিসবাহ-উল-হক ৬, লুইস রিস ৯, সিকান্দার রাজা ১৮*, সোহরাওয়ার্দী শুভ ৩, সানজামুল ইসলাম ১*; আল-আমিন ১/২৮, ব্রাভো ২/২৯, নবী ১/১৮, সাইফ ৩/২৪)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ