২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৮

অনলাইনে বিজ্ঞাপনের বিরক্তি থেকে বাঁচতে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

আপনি অনলাইন দুনিয়ায় প্রবেশ করার সাথে সাথেই দেখেন চতুর্দিকে শুধু বিজ্ঞাপনের বন্যা। সেটা অনেক সময় বিরক্তির পর্যায়ে চলে আসে। এ থেকে বাঁচার জন্য অনুসরণ করতে পারেন কিছু সাধারণ কৌশল। মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে অবলম্বনে কৌশলগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. আপনার ইতিহাস মুছে দিন, কুকিজ বন্ধ করুন

আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন, কোন কোন লিংক ক্লিক করেছেন তার ইতিহাস (হিস্ট্রি) মুছে ফেলুন। আপনার ওয়েব ব্রাউজার থেকে হিস্ট্রি, ক্যাচে ও কুকিজগুলো পরিস্কার করুন।

২. বিজ্ঞাপন থেকে অপট আউট বা বেরিয়ে আসুন

আপনার নিয়মিত সার্চ, ভিজিট অনুসরণ করে কোম্পানিগুলো আপনার আগ্রহ বা পছন্দের বিষয় ধরে ফেলে। তারপর সেসব ফিল্ডের বিজ্ঞাপন দিয়ে আপনাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তখন আপনি অপট আউট কুকিজ অপশনের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন।

৩. ছদ্মবেশ ধারণ করুন

আপনি সার্চ ইঞ্জিনগুলোতে ছদ্মবেশে সার্চ করতে পারবেন। আপনাকে ধরতে পারবে না মার্কেটিং এজেন্সিগুলো। আপনি আপনার কম্পিউটারে হিস্ট্রি মুছে দেওয়ার ব্যবস্থা রেখে, কুকিজ প্রতিরোধ করে বিরম্বনা থেকে বাঁচতে পারেন।

আপনি এমনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন যাতে ধরা না যায় আপনি ইন্টারনেটে আছেন। সবগুলো সার্চ ইঞ্জিনেই নিজেকে আড়াল করে সার্চ ইঞ্জিনটি ব্যবহারের সুযোগ রয়েছে। যেমন ফায়ারফক্সে আছে ‘মাস্ক’, গুগল ক্রোমে আছে ‘লিটল স্পাই’, এজ এ আছে ‘ইনপ্রাইভেট’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ