১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, সোমবার ভোর ৩টার দিকে সদর মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি এক বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ