২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৭

দক্ষিণ আফ্রিকায় আজ বিকেলে পৌঁছাবে রুবেল

ক্রীড়া প্রতিবেদক:

বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার বিমান ধরছেন পেসার রুবেল হোসেন। দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাতে আজ বিকেল হয়ে যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রত্যাশা শুক্রবার রাতের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন রুবেল হোসেন। জাতীয় দল এখন রয়েছে বেনোনিতে। জোহানেসবার্গ থেকে বেনোনি প্রায় ৩৭ কিলোমিটার। তিন দিনের প্রস্তুতি ম্যাচ মিস করলেও ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের বেশ আগেই যোগ দিচ্ছেন দলের সঙ্গে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেস্ট সময়ও পাচ্ছেন ডানহাতি এ পেসার।

জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারের সঙ্গে গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল রুবেল হোসেসের। তার বৈধ ভিসা থাকলেও ছিল না ‘ওকে টু বোর্ড’ সার্টিফিকেট। ওই সার্টিফিকেট না থাকায় তাকে বিমান তুলতে অস্বীকৃতি জানায় ফ্লাই এমিরেটস কর্তৃপক্ষ। ছয় দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার অভিবাসন সংস্থার কাছ থেকে ‘ওকে টু বোর্ড’ সার্টিফিকেট জোগাড় করে বিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগেই জানিয়েছিল ওই সার্টিফিকেট পেলে দ্রুতই রুবেলকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। বৃহস্পতিবার দুপুরে ওই সার্টিফিকেট পাওয়ার পর রাতে রুবেলকে বিমানের টিকেট দেয়া হয়।

এদিকে রুবেল হোসেনের সার্টিফিকেট দেয়া হবে কি না তা নিশ্চিত ছিল না বিসিবি। তাই প্রস্তুত রাখা হয়েছিল ডান হাতি পেসার কামরুল ইসলাম রাব্বিকে। বিমানের টিকেটও করা হয়েছিল রাব্বির নামে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ