২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

‘সিকিম’ নিয়ে মন্তব্য করে বিপাকে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়া যথেষ্ট বুদ্ধিমতী বলে বলিউডে পরিচিত। সেই বুদ্ধিই তাকে হলিউডেও জায়গা করে দিয়েছে। তিনি কথাবার্তাও বলেন বুঝেসুঝেই। সেই প্রিয়াঙ্কাই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন এক মন্তব্য করলেন, যাতে তার কাণ্ডজ্ঞান নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। সিকিমী ভাষার ছবি পাহুনার প্রযোজনা করেছেন নায়িকা। সেই ছবি নিয়েই তার টরন্টো আসা। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা মন্তব্য করেছেন, সিকিমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এতেই থেমে না থেকে তিনি আরও দাবি করেন, তার প্রযোজিত পাহুনাই হল প্রথম সিকিমী ছবি। প্রিয়াঙ্কা বলেন, ‘উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য সিকিম। এখানে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, এখানকার কেউ কোনওদিন ছবি করেনি। এই এলাকা থেকে বের হওয়া এটাই প্রথম ছবি। কারণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলায় সিকিমের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সমস্যাসঙ্কুল।’ এই দুই মন্তব্য জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের সম্মুখীন হতে হয়েছে প্রিয়াঙ্কাকে। সবাই এক বাক্যে জানিয়েছেন, সিকিম গোটা দেশেরই অন্যতম শান্তিপূর্ণ রাজ্য আর এ রাজ্য থেকে বহু ছবি মুক্তি পেয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ