নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতীয় অর্থনীতিতে দেশের মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে মাছের পোনা ছাড়া হচ্ছে বলেই দিন-দিন মাছের উৎপাদন বাড়ছে। শনিবার বিকেলে খুলনা মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণকালে এসব কথা বলেন তিনি। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় সম্পদ হচ্ছে মাছ এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি’। তিনি বলেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মাছের পোনা অবমুক্তকরণের পর নারায়ণ চন্দ্র চন্দ কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সালমা পারভীন ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবির বক্তৃতা করেন। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী কলেজ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শনিবার সকালে তিনি ডুমুরিয়ার সাহস নোয়াকাটী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে ‘মা’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।