২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৩

লংকাবাংলার রাইট শেয়ার ইস্যুর পুনরায় রিভিও পিটিশন

নিজস্ব প্রতিবেদক:

উদ্যোক্তা পরিচালকের হাতে পর্যাপ্ত শেয়ার না থাকায় সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যু আটকে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু রাইট শেয়ার ইস্যুর জন্য পুনরায় রিভিও পিটিশন করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ১ আর : ২ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ছিল কোম্পানিটি। অভিহিত মূল্যে বাজারে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ছেড়ে টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। কিন্তু উদ্যোক্তা বিএসইসি’র নির্দেশনা পরিপালন না করায় কোম্পানিটির রাইট আবেদন বাতিল করে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর এ নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে কোম্পানিটি রাইট শেয়ার বা রিপিট পাবলিক অফারিং (আরপিও) ইস্যু করতে পারবে না। ডিএসইর প্রোফাইলে কোম্পানির স্পন্সর/পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৩৪.৬৩ শতাংশ হলেও পরিচালক মির্জা এজাজ আহমেদের কাছে ১.৭ শতাংশ শেয়ার রয়েছে। যিনি কোম্পানিটির এসএসসি হোল্ডিংস লিমিটেডের মনোনীত পরিচালক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ