বিনোদন ডেস্ক:
দীর্ঘ ২৯ বছর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাবানা আজমি ও নাসির উদ্দিন শাহ অভিনীত ‘লিবাস’ সিনেমাটি। ১৯৮৮ সালে সিনেমাটি পরিচালনা করেন গুলজার। ভারতীয় টিভি চ্যানেল জি ক্ল্যাসিক এ তথ্য নিশ্চিত করেছে।
এতদিন সেটি ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালের আর্কাইভে সংরক্ষিত ছিল। গত ২৯ বছর আলোর মুখ দেখেনি সিনেমাটি। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
সিনেমাটিতে নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমি ছাড়াও অভিনয় করেছেন রাজ বাব্বার, সুষমা শেঠ, উৎপল দত্ত, অনু কাপুর, সবিতা বাজাজ প্রমুখ। সিনেমাটির আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এর গানের সুর করেছেন আর ডি বর্মণ।
গুলজারের ‘রবি পার’ সমগ্রের ছোটগল্প ‘সীমা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সুধির নামক একজন থিয়েটার ডিরেক্টর এবং তার স্ত্রী সীমাকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে সুধির চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ এবং সীমা চরিত্রে শাবানা আজমি।
সিনেমাটি প্রযোজনা করেছেন প্রয়াত বিকাশ মোহন। এখন জি পরিবারের সহযোগিতায় তার ছেলে আমুল বিকাশ মোহন এবং অংশুল বিকাশ মোহনের মাধ্যমে পূর্ণ হচ্ছে বাবার স্বপ্ন।