২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫২

গাজায় নিষেধাজ্ঞা আরোপ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের চলাচলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ইসরাইল। ইরেজ ক্রসিং হয়ে গাজা থেকে বের হওয়ার পথে এ নতুন নিষেধাজ্ঞায় ফিলিস্তিনিরা ল্যাপটপ, খাবার, প্রসাধনীসামগ্রী সাথে রাখতে পারবে না। ইসরায়েলি মানবাধিকার সংগঠন গিশা জানায়, ১ আগস্ট থেকে এ নতুন নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে এবং কোন কিছুর উদ্দেশ্য ছাড়াই এধরনের চলাফেরা করতে বাধ্য হওয়া ফিলিস্তিনিদের কাজে ব্যহত করবে। গিশা আরও জানায়, গাজা থেকে বের হওয়া কালে দীর্ঘ সময় পর্যন্ত চাহিদা মেটানোর জন্য সাথে খাদ্যের মজুদ রাখতে পারবে না, সেইসাথে মোবাইলসহ সব ধরণের ইলেক্ট্রনিক যন্ত্রাংশ সাথে রাখা নিষিদ্ধ করল। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল নিয়ন্ত্রণকারী ইসরাইলি নিরাপত্তার অংগসংস্থা কোগেটের মাধ্যমে গিশা এসব বিষয় অবগত হয়।  এতে যে কোন ধরনের প্রশাধনী সামগ্রী, ভারী ও মজবুত ব্যাগপত্র সাথে রাখাও নিষিদ্ধি করা হয়েছে। গিশা জানায়, ‘অনুমতিপত্র পেতে কষ্টকর না হলে গাজার বাইরে যেতে তেমন একটা চ্যালেঞ্জে ছিল না কিন্তু নতুন এ নিষেধাজ্ঞায় গাজার অধিবাসীদের জন্য আরো কঠিনতর হয়ে ওঠল।’ আন্তর্জাতিক সংগঠনে এমন কি জাতিসংঘেও কর্মরত ফিলিস্তিনিদের জন্যও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সূত্র: দ্য নিউ আরব

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১:১৫ অপরাহ্ণ