১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

আল জাজিরা আইনী ব্যবস্থা নিবে ইসরাইলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক:

আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত নেয়ার ঘোষণায় ইসরাইলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যমটি। রবিবার ইসরাইলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারার দেশের অভ্যন্তরে এবং নিজেদের দখলকৃত অঞ্চলে আল জাজিরা নেটওয়ার্কের সম্প্রচার বন্ধের ঘোষণা দিলে সে দিনই কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। সম্প্রচার মাধ্যমটি জোর দিয়ে জানায় যে, ইসরাইলের এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতি আল জাজিরা গভীরভাবে নজর রাখছে এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার যে সংবাদ সম্মেলনে আয়ুব কারার এ ঘোষণা দেন সেখানেও আল জাজিরার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আয়ুব বলেন, ‘জেরুজালেমে আল জাজিরার ব্যুরো বন্ধ করা হবে, এটির সম্প্রচার নিষিদ্ধ করা হবে এবং এর সাংবাদিকদের অনুমোদনপত্র বাতিল করা হবে।’ তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে সেটি জানাননি তিনি। আল জাজিরা বলে, ‘এমন একটি দেশ থেকে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে।’ তাদের মতে, সৌদি আরব,আরব আমিরাত, জর্দান, বাহরাইন ও মিশরের পর ইসরাইলের এ নিষেধাজ্ঞা মূলত সেসব দেশের সিদ্ধান্তকেই ন্যায্যতা দেয়ার জন্যই এ ঘোষণা দিয়েছেন ইসরাইলি যোগাযোগমন্ত্রী। মূলত আল আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও গুরুত্বপূর্ণ সমালোচনা করায় আল জাজিরার প্রতি ক্ষুব্ধ ইসরাইল। সে সময় ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এ সম্প্রচার মাধ্যমটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন। সূত্র: দ্য নিউ আরব

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ