১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

রুশ হুমকির জবাব দেয়া হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

গত রবিবার ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে বলে জানিয়ে দেয়ার এক সপ্তাহ পর আজ মুখ খুলল যুক্তরাষ্ট্র। আর তা থেকে জানা গেল রুশ হুমকির জবাব তারা দেবে আরো তিন সপ্তাহ পর। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বর জবাব দেবেন তারা। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে নির্বাচনের পর থেকেই সন্দেহ চলে আসছে। মার্কিন সংবাদমাধ্যমের অভিযোগ, হিলারি ডোনাল্ড ট্রাম্পকে  প্রেসিডেন্টের গদিতে বসানোর পেছনে বড় রকমের ভূমিকা নিয়েছিল ভ্লাদিমির পুতিনের সরকার। মার্কিন কংগ্রেসে তা নিয়ে তদন্তও চলছে। তারাই সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারির পক্ষে ভোট দেয়। তাতে সইও করেন ট্রাম্প। তার কিছু দিনের মধ্যেই ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে রাশিযা ছেড়ে যেতে নির্দেশ দেয় মস্কো। এরপর গতকাল সোমবার ফিলিপাইনে প্রথম বৈঠক হয় রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের। দুই পক্ষের দাবি, তাদের বৈঠক ইতিবাচক হয়েছে। টিলারসনের দাবি, সিরিয়া, ইউক্রেন, উত্তর কোরিয়ায় মতো দেশগুলোর রাজনৈতিক সমস্যা নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি হয়েছে মস্কো। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে মনে হয়েছে আমেরিকা আলোচনার রাস্তা খোলা রাখতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার বলেন, ‘একটা মাত্র বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনার রাস্তা বন্ধ হয়ে যাওয়াটা খুব একটা কাজের কথা নয়।’ সম্প্রতি সিরিয়ার একটা অংশে সংঘর্ষ-বিরতি চালুর ক্ষেত্রে রাশিয়া-আমেরিকা একজোট হয়েছিল। তিনি সেই প্রসঙ্গই মনে করিয়ে দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ