নিজস্ব প্রতিবেদক:
জীবন রক্ষায় প্রয়োজনে বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাত কেটে ফেলা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। আগামী শনিবার মুক্তামণির অপারেশন করা হবে।
মঙ্গলবার বেলা ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও অধ্যাপক ডা. আবুল কালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তারা বলেন, আগামী শনিবার শিশু মুক্তামণির অপারেশন করা হবে। বায়োপসি রিপোর্টে তার রক্তণালীতে টিউমার পাওয়া গেছে। এটাকে হেমাঞ্জিউমা টিউমার বলে। এটা নিয়ে আমরা বোর্ডে আলোচনা করেছি। তার জীবন রক্ষায় প্রয়োজনে হাত কেটে ফেলাও হতে পারে। এনিয়ে আমরা তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছি।
দৈনিক দেশজনতা /এমএইচ