২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৬

শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘নবাব’

বিনোদন ডেস্ক:

শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’। হল সংখ্যা বিচারে এগিয়ে আছে শাকিবের আগের সিনেমা ‘শিকারি’ থেকে। বছরখানেক আগে মুক্তি পাওয়া ‘শিকারি’ পশ্চিমবঙ্গের ৯৫টি হলে মুক্তি পেয়েছিল। এবার সেঞ্চুরি হাকিয়ে ‘নবাব’ পেল ১১২ হল। এছাড়া রয়েছে অন্যান্য হিসেব-নিকেশ।

২০১৬ সালের শেষ দিকে কলকাতার প্রযোজকদের দেওয়া তালিকায় ‘শিকারি’র নাম ছিল ফ্লপের ঘরে। যদিও নির্মাতা জয়দীপ মুখার্জি ও স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করেছে সিনেমাটি ভালো ব্যবসা করেছে। এটা ঠিক যে, বাংলাদেশের এক নম্বর নায়ককে পেতে বাড়তি কিছু কথা বলতেই হয়। পাশাপাশি মনে রাখতে হবে, সিনেমাটি বাংলাদেশে সুপার-ডুপার হিট। সে টাকাও ভাগাভাগি হয় দুই দেশের প্রযোজকদের মাঝে।

অবশ্য এ এক বছরে ভারতের রাজ্যটিতে শাকিবের পরিচিতি বেড়েছে। তাকে মাঝে মধ্যে মফস্বলের মঞ্চেও নাচতে-গাইতে দেখা যায়। এছাড়া ইউটিউবেও নতুন সিনেমার গানে মাত করেছেন শাকিব। ধারণা করা যাচ্ছে, এর সুফল বাজার থেকে তুলে নেবে ‘নবাব’।

এছাড়া ‘শিকারি’কে লড়তে হয়েছিল ‘ঈগলের চোখ’সহ বড় বাজেটে নির্মিত ভারতীয় তারকাদের একাধিক সিনেমার সঙ্গে। এবারও সে ঝুঁকি একেবারে নেই— তেমন না। তবে একটু কম। একইদিন মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রাহুল চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘যকের ধন’। হেমেন্দ্র কুমার রায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে একশ্রেণীর দর্শকের বাড়তি আগ্রহ থাকবে— তা বলাই যায়।

‘নবাব’ শাকিব অভিনীত তৃতীয় যৌথ প্রযোজনার ছবি। জয়দীপ মুখার্জি ও আব্দুল আজিজের পরিচালনায় নায়িকা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বাংলাদেশ ভালো ব্যবসা করা ছবিটি নিয়ে মুক্তির আগেই বেশ কিছু অভিযোগ ওঠে। বলা হয়, ‘নবাব’ যৌথ প্রযোজনার নিয়ম লঙ্ঘন করেছে। তা নিয়ে ঢালিউডে পাল্টাপাল্টি অনেক কিছু ঘটে গেছে। এমনকি শাকিবের সঙ্গে কাজ না করার ঘোষণা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

এ সবের সঙ্গে ফের পুরনো অভিযোগ ওঠেছে কলকাতার এসকে’র বিরুদ্ধে। বাংলাদেশে ঘটা করে ‘যৌথ প্রযোজনা’ হিসেবে প্রচারণা চালানো হলেও কলকাতার পোস্টার, ব্যানারে তেমন কিছু নেই। এমনকি পরিচালক হিসেবে আব্দুল আজিজের নামও গায়েব।

এত সব বিতর্ক সত্ত্বেও সিনে সংশ্লিষ্ট অনেকেই নজর রেখেছেন ‘নবাব’ ও শাকিবের দিকে। কলকাতা নিয়ে বারবারই উচ্ছ্বসিত এ নায়ক। দেখার বিষয় কতটা মাতাতে পারে ‘নবাব’!

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ