২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

কাঠের কি-বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক:

এই প্রথম বাজারে এলো কাঠের কি-বোর্ড। এটি বাজারে এনেছে ওরি নামের একটি প্রতিষ্ঠান। এটি মূলত ওয়ারলেস কি-বোর্ড। এই কি-বোর্ডটিতেতে টাইপিংয়ের সময় যেমন ভালো গতি পাওয়া যাবে তেমনি মিলবে স্বস্তিও।

অরির এই কি-বোর্ডটির নাম অরিস বোর্ড এসেনশিয়াল উডেন ওয়ারলেস কি-বোর্ড। কাঠের এই কি-বোর্ডটির দাম বেশ চড়া। এর মূল্য ১৫০ ডলার।

কাঠের এই কি-বোর্ডটি এক টুকরো কাঠ কেটে বানানো হয়েছে। এর ডিজাইনে আছে বৈচিত্র্য। যেকোনো উইন্ডোজ কিংবা আইওএস ডিভাইসে এই কি-বোর্ডটি ব্লুটুথের মাধ্যমে সংযু্ক্ত করে ব্যবহার করা যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ২:৪৮ অপরাহ্ণ