নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে কোনো সুরাহা না করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে কোনো কিছুই হবেনা বরং সঙ্কট আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, সেখানে ম্যাপ ঘোষণা করে কী হবে। দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দৈনিক দেশজনতা /এমএইচ