২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

পরিবর্তন আসছে ফু-ওয়াং ফুডের মালিকানায়

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের মালিকানায় পরিবর্তন আসছে। কোম্পানিটির শেয়ার অধিগ্রহণে দেশের একাধিক বড় গ্রুপ আগ্রহ দেখিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ফু-ওয়াং ফুড লিমিটেড কর্তৃপক্ষ বিদ্যমান লিস্টিং রেগুলেশন মেনে তাদের হাতে থাকা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।এরই ধারাবাহিকতায় সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও প্রাণ আরএফএল গ্রুপ কোম্পানিটির শেয়ার অধিগ্রহণে আগ্রহ দেখাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০১৭ শেষে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৪.৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭৮.০১ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১১ সালের ২২ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো পরিচালক হওয়ার জন্য কমপক্ষে ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার থাকার বাধ্যবাধকতা রয়েছে।

পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

কিন্তু খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডের উদ্যোক্তা পরিচালকদের নিকট ৪.৭৬ শতাংশ শেয়ার রয়েছে। অর্থাৎ সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোম্পানিটির মালিকানা অধিগ্রহণ করতে হলে সেকেন্ডারি মার্কেট থেকে ২৫.২৪ শতাংশ শেয়ার কিনতে হবে।

জানা যায়, সংসদ সদস্য এএম নাইমূর রাহমান কোম্পানিটির স্বাধীন পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন। তার নিকট কোম্পানিটির কোনো শেয়ার নেই। তবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা আরিফ আহমেদ চৌধুরীর কাছে ৪.৪৯২ শতাংশ বা ৪১ লাখ ১৪ হাজার ৩৮৭টি শেয়ার রয়েছে।

এছাড়া পরিচালক কামাল ক্রান্তি মণ্ডলের নিকট রয়েছে ০.০০৫ শতাংশ বা ৪ হাজার ৩১৫টি শেয়ার, বিল্পব চৌধুরীর নিকট ০.০৩৪ শতাংশ বা ৩১ হাজার ৩০৮টি শেয়ার, হাস সিন হু’র নিকট ০.২৩১ শতাংশ বা ২ লাখ ১১ হাজার ৫৯৯টি শেয়ার রয়েছে।

তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই’১৬-মার্চ’১৭) ফু-ওয়াং ফুডের শেয়ার প্রতি ০.৪৩ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৫৯ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.১৭টাকা।

উল্লেখ্য, সম্প্রতি রহিমা ফুড, মিথুন নিটিংয়েরও শেয়ার হস্তান্তরের মধ্যে দিয়ে মালিকানায় পরিবর্তন এসেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ