২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৫

গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান শেষ, ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানার খোঁজ, সন্ত্রাসী ও নৌ ডাকাত গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার ভোর থেকে ওই অভিযান চালানো হয়। দুপুরে অভিযান শেষ করা হয়। অভিযানকালে চর এলাকা থেকে শুক্কুর আলী (২৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বেশ কয়েকটি চরে এ অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি দেশীয় অস্ত্র ও একজন ডাকাত ছাড়া কাউকে আটক করা যায়নি।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, বুধবার ভোর থেকে জঙ্গি আস্তানা, সন্ত্রাসী ও নৌ ডাকাত গ্রেফতারে নৌকায় করে সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের চরাঞ্চলে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকারী পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যসহ ৫০ জন সদস্য এতে অংশ নেয়।

তিনি আরও জানান, নিয়মিত এই অভিযান চলবে। পর্যায়ক্রমে গাইবান্ধার অন্য উপজেলার চরাঞ্চলগুলোতেও অভিযান চালানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ