২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

নৈশপ্রহরীদের বেঁধে দুই জুয়েলারির দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।  দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাজারের নিরাপত্তাকর্মীদের হাত-পা-মুখ বেঁধে দুই জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ মালিকদের।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে শায়েস্তাবাদ বাজারের ‘এইচ আর জুয়েলার্স ও লিপি জুয়েলার্স’ নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তাকর্মী মো. লতিফ ও মো. আজাহারকে আটক করেছে পুলিশ।

এইচ আর জুয়েলার্সের মালিক মো. রিয়াজুলের দাবি, দুর্বৃত্তরা তার দোকানের সাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ পৌঁনে ৩ লাখ টাকা, প্রায় ৮০ ভরি স্বর্নালংকার এবং ২২০ ভরি রূপা লুট করেছে।

লিপি জুয়েলার্সের মালিক মো. খোকনের অভিযোগ, তার দোকান থেকে ৫৫ ভরি স্বর্নালংকার ও ৪০০ ভরি রূপা এবং নগদ এক লাখ ৩৫ হাজার টাকা লুট হয়েছে।

আটক নিরাপত্তাকর্মী লতিফ ও আজাহার পুলিশকে জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১৫/২০ জনের এক দল দুর্বৃত্ত বাজারে প্রবেশ তরে তাদের ২ জনকে অস্ত্রের মুখে জিম্মি এবং মারধর করে বাজারের মধ্যে বেঁধে রাখে। দুর্বৃত্তরা যাওয়ার সময় একটি অটোরিক্সা থামিয়ে ২ যাত্রীকে মারধর করে সাথে থাকা ২টি মুঠোফোন সেট ও নগদ টাকা নিয়ে যায়।

কাউনিয়া থানার অফিসার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়ের হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ