২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

তথ্যপ্রযুক্তি কর্মী তৈরীতে প্রশিক্ষণ

আইটি ডেস্ক

ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। সে লক্ষ্য পূরণে প্রয়োজন হাজারও সুদক্ষ পেশাদার আইটি প্রফেশনাল। তবে দক্ষ প্রফেশনাল হতে আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্রের বিকল্প নেই। অন্যদিকে দেশের তরুণদের আগ্রহের পেশা এখন আইটি প্রফেশনাল হওয়া। বাংলাদেশে পেশাদারি আইটি কেন্দ্রের কোর্স মডিউল ও বিশ্বমানের মার্কেটপ্লেসে কাজের উপযোগী প্রশিক্ষণের কারণে এরই মধ্যে ইউওয়াইএস ল্যাব জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। এ সাফল্যের পেছনে ইউওয়াইএস ল্যাবের আইটি শিল্পে সফল ও অভিজ্ঞ আইটি প্রফেশনাল পরিচালনা পর্ষদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালনা বিশেষ অবদান রেখেছে।

ঢাকার মহাখালীতে অবস্থিত ইউওয়াই ল্যাবের নিজস্ব কার্যালয়ে ভিন্ন ধরনের এ আইটি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারপারসন ফারহানা এ রহমান। প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্রান্ত মূল বক্তব্য পেশ করেন চেয়ারপারসন ফারহানা এ রহমান এবং সিও ও মো. শাহাদাত হোসাইন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আলিয়া হামিদ।

বাংলাদেশের আইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে একটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হল গতানুগতিক আইটি কোর্স ও মডিউল দিয়ে প্রশিক্ষণ দেয়া। কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা গেছে গৎবাঁধা আইটি বেসিক জ্ঞানের চেয়ে কোনো বিশেষ আইটি বিষয়ের ওপর বাস্তব কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা ক্যারিয়ারের উত্তরোত্তর সাফল্য নিশ্চিত করে। অনেক প্রাতিষ্ঠানিক জটিল সিদ্ধান্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রির বিকাশে দক্ষ জনবলের চাহিদার দরুন মেধার পাশাপাশি অ্যাডভান্সড আইটি জ্ঞান থাকা জরুরি। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে ইউওয়াইএস ল্যাব অ্যাডভান্সড আইটি কোর্সের ওপর বরাবর জোর দিয়ে আসছে, যেখানে প্রশাসনিক উচ্চপদে নিয়োজিত কর্মীদের আইটি দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি আইটি শিল্পোন্নয়নে অবদান রাখতে পারেন তা নিশ্চিত করা হয়। ইউওয়াইএস ল্যাব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আইটি প্রশিক্ষণের ওপর বরাবর জোর দিয়ে এসেছে এবং আইটি কোর্সের ওপর গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে ইন্ডাস্ট্রির প্রয়োজনের অ্যাডভান্সড আইট প্রশিক্ষণে জোর দিয়েছে।

বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্রের আদলে তৈরি ইউওয়াইএস ল্যাবে আছে ৪৫০০ স্কয়ার ফিটের সুপরিসর জায়গা, ৩টি কম্পিউটার ল্যাবে একসঙ্গে ১০০ জন বসার সুব্যবস্থা, ৯০টি কম্পিউটার, ইন্টেরিওর করা সুপরিসর কম্পিউটার ল্যাব, সুবিশাল প্রজেক্টর সেট, গ্লাস বোর্ড ও সার্বক্ষণিক ওয়াই-ফাই সুবিধা। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা ও কাজের সুযোগ। এ ছাড়া কারিগরি ও সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রশিক্ষণের সুযোগ দেয়া হয়। পরীক্ষার মাধ্যমে যাচাই করে মেধাবী শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ দেয়া হচ্ছে। বর্তমান কোর্সগুলো হচ্ছে অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং।

প্রকাশ :মে ৭, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ