নিজস্ব প্রতিবেদক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে আজ বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক হবে। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল সোমবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে ব্রিটেনের রাষ্ট্রদূত ছাড়াও কমনওয়েলথের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। আগামী একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। গত ৩১ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। এরও আগে গত ১৮ মে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সিইসির সঙ্গে বৈঠক করেন। এসময়ে ভারতীয় হাইকমিশনের আরো দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১২ মার্চ নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকের ও সুইডেন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল সিইসির সঙ্গে বৈঠক করেন।
দৈনিক দেশজনতা এন/এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

