তুষার আবদুল্লাহ: মন খারাপের সময় যাচ্ছে। অথচ প্রকৃতি উৎফুল্ল করে রাখার মতো সাজগোজ করে আছে। ভাদ্রের উষ্ণতাকে ম্লান করে দেয় নীল আসমানে রৌদ্রের খিলখিল হাসি। কখনো কখনো শীতল বাতাস গোলাপজল পরিমাণ জল ঝরে পড়ছে মেঘ থেকে। তারপরও প্রাণখুলে হাসা যাচ্ছে না। কাষ্ঠ হাসি হাসতে হচ্ছে। মনের এই আবহাওয়ার শুরু এবারের ভাদ্রতেই নয়। কয়েক ঋতু ধরেই এমন আছি। আমরা যেখানে যে ...