তথ্য প্রযুক্তি ডেস্ক: রক্তচাপ মাপতে স্মার্টফোন, ঘড়ি ও জুতার পর এবার বাজারে আসছে স্মার্টগ্লাস (চশমা)। অপটিক্যাল সেন্সর, প্রসেসিং, স্টোরেজ ও যোগাযোগের যন্ত্রাংশে তৈরি এই চশমাটির নাম ‘গ্লাবেলা’। ফ্রেমে যুক্ত থাকা যন্ত্রাংশের মাধ্যমে পরোক্ষভাবে ব্যবহারকারীর মানসিক তথ্য সংগ্রহ করতে পারবে এই স্মার্টগ্লাস। এটি তৈরি করেছে মাইক্রোসফট। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম আইট্রিপলই স্পেকট্রামের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, একজন ব্যক্তির মাথায় ...