২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

রক্তচাপ মাপবে স্মার্টগ্লাস!

তথ্য প্রযুক্তি ডেস্ক:
রক্তচাপ মাপতে স্মার্টফোন, ঘড়ি ও জুতার পর এবার বাজারে আসছে স্মার্টগ্লাস (চশমা)। অপটিক্যাল সেন্সর, প্রসেসিং, স্টোরেজ ও যোগাযোগের যন্ত্রাংশে তৈরি এই চশমাটির নাম ‘গ্লাবেলা’।

ফ্রেমে যুক্ত থাকা যন্ত্রাংশের মাধ্যমে পরোক্ষভাবে ব্যবহারকারীর মানসিক তথ্য সংগ্রহ করতে পারবে এই স্মার্টগ্লাস। এটি তৈরি করেছে মাইক্রোসফট।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম আইট্রিপলই স্পেকট্রামের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, একজন ব্যক্তির মাথায় রক্তপ্রবাহ থেকে প্রতিফলিত আলোর প্রবাহ ক্রমাগত রেকর্ড করার পাশাপাশি নিষ্ক্রিয় পরিমাপ করতে পারে গ্লাবেলা। এর মধ্যে সংযুক্ত বিভিন্ন সেন্সর মানুষের মাথা ও কপালের নাড়ির স্পর্শের মাধ্যমে দেহের তাপমাত্রা নির্ণয় করে ব্যবহারকারীর নাড়ির স্পন্দন পরিমাপ করে।

এ পর্যন্ত যারা গ্লাবেলা ব্যবহার করেছেন তারা সবাই ইতিবাচক ফল পেয়েছেন বলে জানিয়েছে মাইক্রোসফট। ব্যবহারকারীদের কাছ থেকে গ্লাবেলার ফলাফল জানার পর গবেষকেরা গ্লাসটি চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করার চিন্তা করছেন। এখানে আরও উন্নত ফলাফল পাওয়ার পর চশমাটি বাজারে ছাড়বে মাইক্রোসফট।

গবেষকরা জানিয়েছেন, বর্তমান স্মার্টগ্লাসটি থেকে আরও ছোট মাপের ফ্রেম তৈরি করবেন তারা, যাতে কম শক্তিতে এটি ব্যবহার করা যায়। বর্তমানে ছোট একটি কয়েন ব্যাটারির চার্জের মাধ্যমে চলে এটি। তবে ভবিষ্যতে যাতে আরও কম শক্তিতে এটি চলতে পারে তা নিয়েও গবেষণা করছে মাইক্রোসফট।

এর আগে ‘প্রসিডিংস অব দ্য এসিএম জার্নাল অব ইন্টারঅ্যাকটিভ, মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকশাস টেকনোলজিস’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গ্লাবেলা সম্পর্কে জানানো হয়।

প্রকাশ :আগস্ট ২০, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ