জেলা সংবাদদাতা: বালিগাঁও-লৌহজং-মাওয়া ঢাকা সড়কের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে লৌহজং উপজেলা সদর এবং আশপাশের এলাকার সঙ্গে ঢাকার সহজপথের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিমেন্টভর্তি ১০ চাকার লড়িটি ঢাকার দিক থেকে লৌহজংয়ের দিকের আসার পথে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ধসে পড়ে। ফায়ার সর্ভিস এসে লরিটির চালকের কক্ষে গিয়ে দেখে, ভেতরে কোনো লোক নেই। ধারণা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর