২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

মুন্সীগঞ্জে লরিসহ বেইলি ব্রিজ ধস, যোগাযোগ বন্ধ

জেলা সংবাদদাতা:
বালিগাঁও-লৌহজং-মাওয়া ঢাকা সড়কের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে লৌহজং উপজেলা সদর এবং আশপাশের এলাকার সঙ্গে ঢাকার সহজপথের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিমেন্টভর্তি ১০ চাকার লড়িটি ঢাকার দিক থেকে লৌহজংয়ের দিকের আসার পথে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ধসে পড়ে।

ফায়ার সর্ভিস এসে লরিটির চালকের কক্ষে গিয়ে দেখে, ভেতরে কোনো লোক নেই। ধারণা করা হচ্ছে, চালক পালিয়ে গেছেন।

সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. ছালাউদ্দীন জানান, পাঁচ টনের উর্ধ্বে এই সেতু দিয়ে চলাচলে নিষেধ। কিন্তু ভোর বেলা গোপনে লৌহজংগামী সিমেন্টবাহী লরি পার হওয়ার সময় ভেঙ্গে পড়ে ব্রিজটি। গুরুত্বপূর্ণ এই ব্রিজ ধসে পড়ায় এই লৌহজং ও পশ্চিম টঙ্গীবাড়ি অঞ্চলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লরিটি উদ্ধার করে দ্রুত ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ এটি সচল করা যাবে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন জানান, সড়ক ও জনপথ সেতুটি মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত সড়কটি চালু করার চেষ্টা চলছে। প্রয়োজনে আপদকালীন সময়ের জন্য বিকল্প সেতু স্থাপন করা হবে।

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ৪:৫৬ অপরাহ্ণ