রকমারি ডেস্ক: ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি এঁকেছিলেন মোনালিসা। চিত্রকলার ইতিহাসে মোনালিসার এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। মোনালিসা চিত্রকর্মটি বিখ্যাত হওয়ার পেছনে প্রধান কারণ মোনালিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি। মোনালিসার হাসির রহস্যেরও সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। শত শত পণ্ডিত, গবেষক এবং ঐতিহাসিকেরা বিস্তর গবেষণা করলেও এর ...