আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নারিতা বিমানবন্দরের দুটি রানওয়ের একটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রানওয়েটির পাশে বোমা পুঁতে রাখা হয়েছে এমন সন্দেহে এ পদক্ষেপ নেওয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জাপান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। এ সময় বিমানবন্দরটিতে অপর একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোনো ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি। ...