১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

জাপানের নারিতা বিমানবন্দরে বোমা আতঙ্ক, রানওয়ে সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের নারিতা বিমানবন্দরের দুটি রানওয়ের একটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রানওয়েটির পাশে বোমা পুঁতে রাখা হয়েছে এমন সন্দেহে এ পদক্ষেপ নেওয়া হয়।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জাপান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। এ সময় বিমানবন্দরটিতে অপর একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোনো ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি।

টোকিওর পূর্বাঞ্চলীয় জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতার এক মুখপাত্র বলেন, ‘ঠিকাদাররা সেখানে রাতে কাজ করার সময় বিস্ফোরক জাতীয় ওই বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’

পুলিশ জানায়, বস্তুটির বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বিমানবন্দরটি বছরে চার কোটি যাত্রী ও আড়াই লাখ ফ্লাইট পরিচালনা করে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ