আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা মহাদেশের দেশ বতসোয়ানার একটি অভয়ারণ্যে ৯০টির বেশি হাতির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবেশ সংরক্ষণবাদীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। পরিবেশবাদী সংগঠন ‘এলিফ্যান্টস উইদাউট বর্ডার’ ওই অভয়ারণ্যে একটি জরিপ পরিচালনা করেছে। তারা জানিয়েছে, অভয়ারণ্যে এই হাতি হত্যার ঘটনা আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বেশি। সম্প্রতি বতসোয়ানার ‘বেআইনিভাবে প্রাণী নিধন বিরোধী ইউনিট’কে নিরস্ত্র করা হয়। এ সময়ই এতগুলো হাতি হত্যার ঘটনা ঘটলো। ...